শ্রীকান্ত ইরফান পাঠানের চোখে সর্বকালের সেরা ওপেনার রোহিত

সময়: 6:54 pm - June 30, 2020 | | পঠিত হয়েছে: 80 বার
শ্রীকান্ত ইরফান পাঠানের চোখে সর্বকালের সেরা ওপেনার রোহিত

স্পোর্টস : ওপেনিংয়ে বিশ্ব মাতিয়েছেন ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকার। বীরেন্দ্র শেভাগ, সৌরভ গাঙ্গুলি, ক্রিস গেইল,অ্যাডাম গিলক্রিস্ট,ডেসমন্ড হেইন্স,সাইদ আনোয়ার কেউ কারো চেয়ে কম নন। হাল আমলে ডেভিড ওয়ার্নারও আছেন আলোচনায়।

অথচ, এদের কাউকে নয়, ভারতের সাবেক ওপেনার কৃঞ্চমাচারি শ্রীকান্ত ভারতের বর্তমান ওপেনার রোহিত শর্মাকে সর্বকালের অন্যতম সেরা ওপেনার বলছেন। ৩২ টেস্ট,২২৪ ওয়ানডে,১০৮ টি-২০ ম্যাচে ৩৯টি সেঞ্চুরির মালিক রোহিত শর্মাকেই এগিয়ে রেখেছেন তিনি।

আনন্দবাজার ও ক্রিকেট টাইসমকে দেয়া সাক্ষাতকারে এমন মূল্যায়নই শ্রীকান্তের-‘হিটম্যান’ শুধু সেঞ্চুরিতে থামেন না। একশ’কে দেড়শ, দেড়শ’কে দু’শতে পরিণত করার চেষ্টা করেন।’ ওয়ানডে-তে এরকম বড় ইনিংস খেলার দক্ষতার জন্যই রোহিতকে সর্বকালের সেরা ওপেনার বলেছেন তিনি-‘আমার মতে, বিশ্ব ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার রোহিত। বিশ্ব সেরা ওপেনারদের তালিকায় আমি ওকে তিন বা পাঁচে রাখব।’

২২৪টি ওয়ানডে ম্যাচে রোহিতের সেঞ্চুরি ২৯টি। ৪৯.২৯ গড়ে ৯১১৫ রান এখন ৩৩ বছর বয়সী এই ওপেনারের ঝুলিতে। এই ২৯টি সেঞ্চুরির মধ্যে ১১ বার ১৪০-এর বেশি স্কোর করেছেন রোহিত। ওয়ানডেতে ২৬৪ রান করে বিশ্বরেকর্ডও রোহিতের দখলে। এখানেই অন্যদের চেয়ে রোহিতকে রেখেছেন এগিয়ে-‘রোহিতের সব থেকে বড় গুণ হল, কেবল সেঞ্চুরি করেই ও সন্তুষ্ট থাকে না। বড় ইনিংস খেলে। আর ওয়ানডে ক্রিকেটে কোনও ওপেনার যদি ১৫০, ১৬০ বা ২০০ রান করে, তা হলে সেই দল কোথায় গিয়ে থামবে তা সহজেই অনুমান করা যায়।’

ভারতের সাবেক পেস বোলার ইরফান পাঠান অবশ্য রোহিতকে শচীন এবং শেভাগের সাথে রোহিতকে সর্বকালের সেরা ওপেনার হিসেবে রেখেছেন- অবশ্যই তিনজনকে উপরে রাখব। সবাই দেখেছে শচীনকে। শুধু ভারতের ক্রিকেটেই নয়, পুরো বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বড় লিজেন্ড। তিনি সবসময় নাম্বার ওয়ান এ থাকবেন। শেভাগও বড় একটা ছাপ রেখেছে একদিনের ক্রিকেটে। তৃতীয় হিসেবে অবশ্যই রোহিত। এখনো সে ক্যারিয়ার শেষ করেনি।’

এই বিভাগের আরও খবর