নির্বাচনে সমর্থন দেবে না সংগঠনটি: কেন্দ্রীয় কমিটি ছাড়া হেফাজতের সব কমিটি বাতিল

সময়: 4:13 pm - January 4, 2022 | | পঠিত হয়েছে: 162 বার
নির্বাচনে সমর্থন দেবে না সংগঠনটি: কেন্দ্রীয় কমিটি ছাড়া হেফাজতের সব কমিটি বাতিল

ঢাকা; কেন্দ্রীয় কমিটি ছাড়া সব কমিটি বাতিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া নারায়ণগঞ্জ সিটিসহ কোনো নির্বাচনে তাদের সমর্থন নেই। এক বিবৃতিতে একথা জানিয়েছে সংগঠনটি।মঙ্গলবার, হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, হেফাজতে ইসলাম অরাজনৈতিক, ইসলামী দ্বীনি সংগঠন। হেফাজতের কেন্দ্রীয় কমিটি ছাড়া আর কোনও কমিটি নেই। সকল কমিটি বিলুপ্ত করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জাতীয় ও স্থানীয় কোনও নির্বাচনে কোনও দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনও সমর্থন নেই। এমনকি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনেও কারো পক্ষে বা বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের কোনও সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করে বা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনও যোগসূত্র নেই। তবে আল্লাহ, রাসূল বা কোরআন-সুন্নাহ তথা ইসলাম বিরোধী কোনো ঘটনা ঘটলে সে বিষয়ে সোচ্চার থাকবে।

এই বিভাগের আরও খবর