মানুষের জীবন বাঁচাতেই শর্ত শিথিল করা হয়েছে: প্রধানমন্ত্রী
ঢাকা: দেশে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই যেসব জায়গায় শর্ত শিথিল করা হয়েছে তা মানুষের জীবন বাঁচাতেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক সভায় একথা বলেন তিনি। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।
এসময় শেখ হাসিনা বলেন, মানুষের জীবন বাঁচাতেই কিছু জায়গায় শর্ত শিথিলের ব্যবস্থা করা হয়েছে। মানুষের কষ্ট লাঘবেই শর্ত শিথিল করে স্বাভাবিক জীবনে ফেরার উদ্যোগ নিতে হয়েছে।
এ সময় হাসপাতালে অক্সিজেন সরবরাহ নিশ্চিতের তাগিদও দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন করোনা ভাইরাসের সংক্রমণের সাবধানতায় পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয় ভিন্ন আঙ্গিকে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। অন্যান্য মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা সম্মেলন কক্ষ থেকেই অংশ নেন।
পরে বৈঠকের খুঁটিনাটি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। মন্ত্রী জানান, ৭ মন্ত্রণালয়ের ১০ প্রকল্পে ১৬ হাজার ২৭৬ কোটি ৩ লাখ টাকা অনুমোদন দেয়া হয়েছে।