করোনাভাইরাস শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ

সময়: 4:51 pm - July 7, 2021 | | পঠিত হয়েছে: 48 বার
করোনাভাইরাস শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ

ঢাকা: করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫ হাজার ৬৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১১ হাজার ১৬২ জনের। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ লাখ ৭৭ হাজার ৫৬৮ জনে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ৩১ দশমিক ৩২ শতাংশ।

এর আগে মঙ্গলবার ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩১ দশমিক ৪৬ শতাংশ। তার আগের দিন সোমবার (৫ জুলাই) একদিনে শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সারা দেশে মারা গেছেন ২০১ জন। এ নিয়ে দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৫৯৩ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই বিভাগের আরও খবর