এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে

সময়: 8:38 am - June 22, 2021 | | পঠিত হয়েছে: 43 বার
এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ প্যারাগুয়ে

খেলা: কোপা আমেরিকায় শেষ আট নিশ্চিতের লক্ষ্যে কাল মাঠে নামবে লিওনেল মেসির আর্জেন্টিনা। ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। জিতলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে লিওনেল স্কালোনির দলের।

কোপা আমেরিকায় আর্জেন্টিনার প্রথম দুই ম্যাচে মেসি ঝলক দেখেছে ফুটবল বিশ্ব। প্যারাগুয়ের বিপক্ষেও চমক দেখাতে মাঠে নামবেন আলবিসেলেস্তে তারকা। কাভানি-সুয়ারেজদের সাথে জিতে ‘এ’ গ্রুপের টেবিল টপার এখন মেসিরা।

গেল ম্যাচে মাঠে নামা প্যারাগুয়ের একাদশের আটজনেরই আছে আর্জেন্টিনার ক্লাবে খেলার অভিজ্ঞতা। আলবিসেলেস্তেদের বিপক্ষে তাই আগের একাদশই মাঠে নামাতে পারেন এদুয়ার্দো বেরিজ্জো।

অন্যদিকে, একাদশে পরিবর্তনের সম্ভাবনা কম আর্জেন্টিনারও। এই ম্যাচ জিতলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার। তবে তাদের হারাতে পারলে শেষ আটের পথে পা বাড়াবে প্যারাগুয়ে।

র‌্যাংকিং টেবিলে আর্জেন্টিনার চেয়ে ২৭ ধাপ পিছিয়ে প্যারাগুয়ে। তাতে কি! শেষ চার ম্যাচে তাদের সাথে জয় নেই লিওনেল স্কালোনির দলের। তিনটি ম্যাচ হয়েছে ড্র, যে ম্যাচে আর্জেন্টিনার হার সেই ম্যাচে আবার খেলেননি দলের সেরা তারকা মেসি। এবার কি প্যারাগুয়ে বাধা পেরোতে পারবে আর্জেন্টিনা, সে প্রশ্নই সবার মনে বারবার ঘুরপাক খাচ্ছে।

এদিকে, গ্রুপ ‘এ’-র আরেক ম্যাচে রাত ৩টায় উরুগুয়ের প্রতিপক্ষ চিলি। শিরোপার রঙ-গন্ধ-স্বাদ ভুলতে বসা কোপা আমেরিকার রেকর্ড উইনাররা আসর শুরু করেছে হার দিয়েই। এবার লক্ষ্য ঘুরে দাঁড়ানো।লুইস সুয়ারেজ আর এদিনসন কাভানিকে আক্রমণে রেখে একাদশ সাজাবেন অস্কার তাভারেজ। ডিফেন্ডে মাতিয়াস ভিনার জায়গায় মার্তিন কাসেরেস আর মিডফিল্ডার লুকাস তোহেইরার বদলে দেখা যেতে পারে ব্রায়ান ওকেম্পোকে।

অন্যদিকে চিলির লক্ষ্য দ্বিতীয় জয়। মাঠে তারা নামতে পারে গেল ম্যাচের উইনিং ইলেভেন নিয়েই।

এই বিভাগের আরও খবর