ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনা জরুরি ভিত্তিতে বন্ধ ঘোষণা
সময়: 8:34 am - June 22, 2021 | | পঠিত হয়েছে: 38 বার
ঢাকা: ইরানের একমাত্র পারমাণবিক স্থাপনাটি জরুরি ভিত্তিতে বন্ধ করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এমনটি জানানো হয়।
কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় সংস্কার কাজের জন্য শনিবার থেকে স্থাপনাটি কয়েকদিনের জন্য বন্ধ থাকবে। এতে বিদ্যুৎ সরবরাহে সাময়িক অসুবিধা দেখা দিতে পারে।
দেশটির বুশের শহরে অবস্থিত পারমাণবিক স্থাপনাটি উৎপাদন শুরুর পর এবারই প্রথম বন্ধ করা হয়েছে। রাশিয়ার সহায়তায় ২০১১ সালে স্থাপনাটিতে উৎপাদন শুরু হয়।
এর আগে মার্চে দেশটির এক পারমাণবিক কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ইরানের ওপর ব্যাঙ্কিং নিষেধাজ্ঞা আরোপের কারণে রাশিয়া থেকে প্রয়োজনীয় সরঞ্জাম না আনতে পারায় কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে। তবে কেন্দ্রটি বন্ধ হওয়ার বিষয়ে জাতিসংঘের আন্তর্জাতিক শক্তি সংস্থা এখনো কোন মন্তব্য করেনি।