কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহজালাল বিমানবন্দর হতে ২৮ টি স্বর্ণবার জব্দ করেছে

সময়: 10:49 am - April 30, 2021 | | পঠিত হয়েছে: 77 বার
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর শাহজালাল বিমানবন্দর হতে ২৮ টি স্বর্ণবার জব্দ করেছে

ঢাকা: আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃক মোট ২৮ টি স্বর্ণবার আটক যার জব্দ করেছেন। যার ওজন ৩.২৪৮ কেজি ।

মহাপরিচালক, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর নিকট আসা এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টমস গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান করে নজরদারী করতে থাকে।

আজ (৩০ এপ্রিল) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এর মহাপরিচালক এসব তথ্য নিচ্শিত করেছেন।

জানা যায়, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক রাত ০১:৫৯ টায় বাংলাদেশ বিমানের দুবাই থেকে আগত ফ্লাইট নং-BG-5046 ফ্লাইটটি তল্লাশী করা হলে উক্ত ফ্লাইটের একটি সিটের নিচে অভিনব উপায়ে লুকানো ২৮ টি স্বর্ণবার পাওয়া যায়, যার মোট ওজন ৩.২৪৮ কেজি এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ০৬ লক্ষ ২৫ হাজার টাকা।

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি ফৌজদারী মামলা দায়েরের কার্যক্রম চলমান আছে।

এই বিভাগের আরও খবর