সিআইডি নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে মামুনুলের উপস্থিত পেয়েছে

সময়: 7:41 am - April 20, 2021 | | পঠিত হয়েছে: 53 বার
সিআইডি নারায়ণগঞ্জে হেফাজতের তাণ্ডবে মামুনুলের উপস্থিত পেয়েছে

ঢাকা: নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের তাণ্ডবের সময় মামুনুল হক উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন সিআইডি প্রধান।

নাশকতায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান। মামলা তদন্ত করতে গিয়ে সংশ্লিষ্টতা পেলে প্রয়োজনে মামুনুল হককে গ্রেপ্তার দেখানো হবে বলেও জানান তিনি।

ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, ‘নিবিড় তদন্ত এবং প্রযুক্তিগত ও ফরেনসিক প্রমাণের জন্য মামলাগুলো সিআইডিতে পাঠানো হয়েছে।’

ব্রাহ্মণবাড়িয়ার নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, সন্ত্রাসবিরোধী আইনসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ থানায় ১০টি মামলা হয়। ২০১৬ সালেও হেফাজতসহ অন্যান্য ধর্মীয় সংগঠন ওই জেলায় তাণ্ডব চালায়। এসব ঘটনায়ও পাঁচটি মামলা হয়। ওই ১৫টি মামলা এতদিন জেলা পুলিশ তদন্ত করে এলেও এখন তার দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে।

এর আগে, গতকাল সোমবার (১৯ এপ্রিল) রিমান্ড আবেদন করে মামুনুলকে আদালতে তোলা হয়। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত রবিবার (১৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসা থেকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এই বিভাগের আরও খবর