উখিয়ায় বাজারে আগুন, ঘুমের ভেতর প্রাণ গেল ৩ রোহিঙ্গার

সময়: 8:27 am - April 2, 2021 | | পঠিত হয়েছে: 59 বার
উখিয়ায় বাজারে আগুন, ঘুমের ভেতর প্রাণ গেল ৩ রোহিঙ্গার

কক্সবাজার; কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে ৩ রোহিঙ্গা দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে। অন্তত ৭টি কাপড়ের দোকান পুড়ে ছাই হয়ে গেছে। নিহতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।

শুক্রবার (২ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নে শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উখিয়ার ১০নং রোহিঙ্গা ক্যাম্পের জি-১০ ব্লকের বাসিন্দা সৈয়দ আলমের ছেলে আনছার উল্লাহ (২০), মোস্তফার ছেলে ফরিদুল ইসলাম (২৫) ও রেজাবুলের ছেলে আয়াছ (২২)।

স্থানীয়রা জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় ওই তিনজন দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। অগ্নিকাণ্ডে আরও বেশ কয়েকজন আহত হয়েছে।

উখিয়ার ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ইমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় দগ্ধ অবস্থায় তিনটি মরদেহ উদ্ধার করা হয়। তিনজনই রোহিঙ্গা দোকান কর্মচারী বলে শনাক্ত হয়।

তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর