মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের

সময়: 7:30 am - February 27, 2021 | | পঠিত হয়েছে: 59 বার
মার্চেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি ছাত্র-শিক্ষক নাগরিক সমাজের

ঢাকা: মার্চের মধ্যেই সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি জানিয়েছে রাজশাহীর ‘ছাত্র-শিক্ষক-নাগরিক সমাজ’।

শনিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এক মানববন্ধন তারা এ দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, দেশের সকল কিছু চালু আছে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। করোনার অযুহাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ফলে শুধু শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্থ হচ্ছে না, ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ ও জাতি। তাই অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান বক্তারা।

অন্যথায় মানসিক দুশ্চিন্তায় কোনো শিক্ষার্থী ভুল পথে গেলে সে দায় সরকারকে নিতে হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

এই বিভাগের আরও খবর