রাজধানীতে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

সময়: 6:43 am - February 13, 2021 | | পঠিত হয়েছে: 44 বার
রাজধানীতে পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে

ঢাকা: বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ‘বীরউত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার সকাল ১০টায় সমাবেশ শুরুর কথা থাকলেও এর আগেই শুরু হয় প্রতিবাদ সমাবেশ।

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল ও স্লোগানে পুরো প্রেসক্লাব ও আশপাশের এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রেসক্লাব ও সচিবালয় এলাকা বন্ধ করে দিয়েছে পুলিশ।

কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে জলকামান ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে হাইকোর্টের মোড়ে একটি মিছিল আসলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় পুলিশ ও নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ ঘটে।

দেখা যায়, পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে। এসময় লাঠিচার্জের শিকার হন বিএনপি নেতা ইশরাক হোসেন ।

এর আগে, গত বৃহস্পতিবার ( ১১ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধে অবদানের জন্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে দেয়া ‘বীর উত্তম’ খেতাব বাতিলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সভায় সিদ্ধান্তের প্রতিবাদে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি

এই বিভাগের আরও খবর