সাদমানকেও ঢাকা টেস্টে পাচ্ছে না বাংলাদেশ

সময়: 3:58 am - February 11, 2021 | | পঠিত হয়েছে: 80 বার
সাদমানকেও ঢাকা টেস্টে পাচ্ছে না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক; ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে এমনিতেই অস্বস্তিতে রয়েছে বাংলাদেশ। এমন এক অবস্থার মধ্যে থাকা দলটি আবার পাচ্ছে একের পর এক দুঃসংবাদ। মঙ্গলবার চলতি সিরিজ থেকে ছিটকে গেছেন সাকিব আল হাসান। আর বুধবার তার পথই অনুসরণ করলেন ওপেনার সাদমান ইসলাম। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিশ্চিত করেছে ব্যাপারটি।

চট্টগ্রাম টেস্টে ফিল্ডিংয়ের সময়ে একাধিকবার আঘাত পেয়েছিলেন সাদমান। দ্বিতীয় দিন তো একবার পায়ে ব্যথা নিয়ে মাঠও ছেড়েছিলেন। তবে তখন সেটা গুরুতর কিছু হয়ে ওঠেনি। চতুর্থদিন আবার ফিল্ডিংয়ের সময়ে আঘাত পান তিনি। ফিল্ডিংয়ের সময়ে পড়ে গিয়ে আঘাত পান সাদমান এবং সেই আঘাতই তাকে দ্বিতীয় টেস্ট ম্যাচ থেকে ছিটকে দিলো। এ ব্যাপারে বুধবার বিসিবি জানিয়েছে, ‘মেডিকেল টিমের প্রস্তাব হলো সাদমান পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ওকে খেলতে না দেওয়ার। তাই তাকে দ্বিতীয় টেস্টের সময়েও বিশ্রামে থাকতে বলা হয়েছে। এই ব্যাটসম্যান এখন জৈব সুরক্ষা বলয়ের বাইরে গিয়ে চিকিৎসা নিতে পারবেন এবং বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানেই তার পুনর্বাসন প্রক্রিয়া চলবে।’

চোট মুক্ত হয়ে আবার কবে মাঠে ফিরতে পারবেন সাদমান তা জানাতে পারেনি বিসিবি। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকায় টেস্ট ম্যাচের পরে সাদা পোশাকে আবার লম্বা বিরতি আছে বাংলাদেশের। তাই পুনর্বাসনের জন্য বেশ সময় পাবেন তিনি।

সাদমান বাদ পড়লেও তার বদলি হিসেবে কাউকে দলে ডাকা হয়নি। তাই দ্বিতীয় টেস্টে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে সাইফ হাসানকে।

বৃহস্পতিবার সকাল ৯.৩০ মিনিটে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। দুই দলের প্রথম টেস্টে ৩ উইকেটে জিতে এগিয়ে রয়েছে ক্যারিবীয়রা। তাই শেষ ম্যাচটি খুব করেই জিততে চাইছে টিম টাইগার্স। তার আগে একের পর এক দুঃসংবাদ পাচ্ছে স্বাগতিকরা।

এই বিভাগের আরও খবর