মালদ্বীপকে সহায়তা করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

সময়: 3:45 am - February 11, 2021 | | পঠিত হয়েছে: 51 বার
মালদ্বীপকে সহায়তা করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ঢাকা: জলবায়ু পরিবর্তন মোকািবলায় মালদ্বীপকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় সফররত মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা শহীদ আজ (বুধবার) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ তার নিজস্ব প্রশমন ও অভিযোজন পরিকল্পনা প্রণয়ন করেছে এবং বাস্তবায়ন করছে।

তিনি বলেন, বাংলাদেশ দশ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের একটি উল্লেখযোগ্য সংখ্যা এখন ভাসানচরে স্থানান্তরিত হচ্ছে। তিনি বলেন, বাংলাদেশে একজন মানুষও ভূমিহীন ও গৃহহীন থাকবে না।

এ সময় আবদুল্লাহ শহীদ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মালদ্বীপে অবৈধভাবে বসবাসরত কিছু বাংলাদেশিকে বৈধ করার বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করে বলেন, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিরা বিনা খরচে কোভিড-১৯ টিকা পাবেন।

বিভিন্ন খাতে অভূতপূর্ব উন্নয়ন এবং সাফল্য অর্জনের জন্য শেখ হাসিনার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের নয়, সমগ্র বিশ্বের জন্য এক মহান নেতা ছিলেন।

মুজিব বর্ষ ও বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলিহ আমন্ত্রণ জানানোয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান আবদুল্লা শহীদ।

এই বিভাগের আরও খবর