পোশাক শিল্প মালিকদের অর্থপাচারের খবর সত্য নয়: বিজিএমইএ

সময়: 8:46 am - February 3, 2021 | | পঠিত হয়েছে: 80 বার
পোশাক শিল্প মালিকদের অর্থপাচারের খবর সত্য নয়: বিজিএমইএ

ঢাকা: রপ্তানীমুখী তৈরী পোশাক কারখানার মালিকদের বিদেশে অর্থপাচার বিষয়ে প্রচারিত সংবাদের সত্যতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে প্রশ্ন তুলেছে বিজিএমইএ। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি উত্থাপন করে সংগঠনটি।

ঐ বিবৃতিতে বিজিএমইএ বলে, আল মুসলিম গ্রুপের অর্থপাচারের বিষয়ে গণমাধ্যম যে প্রতিবেদন প্রচার করেছে তা পুরোপুরি সত্য নয়। রানা প্লাজা দূর্ঘটনা ও করোনাকালে আল মুসলিম গ্রুপের নেয়া নানা সামাজিক ও সুরক্ষা কর্মকান্ড তুলে ধরে দেশের রপ্তানিখাতে আল মুসলিমে ভুমিকার প্রসংশা করেছে সংগঠনটি। একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের আনা অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই এ ধরণের সংবাদ প্রচার কাম্য নয় বলেও মনে করে বিজিএমইএ।

এর আগে প্রায় অর্ধশতাধিক পোশাক শিল্প মালিককে অর্থাপাচারের অভিযোগ নজরদারিতে রেখেছে দুদক, ডিবিসি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে, এমন সংবাদ প্রচারিত হয়। এছাড়াও, দুদক ১’শ ৭৫ কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগে আলমুসলিম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে।

এই বিভাগের আরও খবর