ভক্তদের ভালোবাসার মূল্য দিতে আরও দু-এক বছর খেলতে চান আফ্রিদি

সময়: 8:27 am - January 31, 2021 | | পঠিত হয়েছে: 143 বার
ভক্তদের ভালোবাসার মূল্য দিতে আরও দু-এক বছর খেলতে চান আফ্রিদি

ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন কয়েকবার, কয়েক ধাপে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়েও নানা সময় নানা ভাবনার পর এখনও চালিয়ে যাচ্ছেন শহিদ আফ্রিদি। এবার টি-টেন ক্রিকেটে নিজের প্রথম ম্যাচে ম্যাচ-সেরা হওয়ার পর পাকিস্তানি সাবেক এ তারকা জানিয়েছেন, ভক্তদের ভালোবাসার মূল্য দিতেই আরও দু-এক বছর খেলে যাবেন।

টি-টেন টুর্নামেন্টে খেলতে গিয়ে এবার সংযুক্ত আবর আমিরাতে ভিসা জটিলতায় দেশে ফিরতে হয় আফ্রিদির। পরে ভিসা নিয়ে আবার আমিরাতে ফিরে কোয়ারেন্টিনের পালা। সবশেষে মাঠে নেমেই ম্যান অব দা ম্যাচ। শনিবার রাতে টিম আবু ধাবিরর বিপক্ষে কালান্দার্সের হয়ে আফ্রিদি পল স্টার্লিং ও বেন ডাকেটের উইকেট নেন ২ ওভারে ১৬ রান দিয়ে। দল জেতে ৯ উইকেটে।

৪১ বছর ছুঁইছুঁই আফ্রিদি ম্যাচ শেষে নিজের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে ভবিষ্যৎ ভাবনা জানান এভাবে, ‘ভালো ব্যাপার হলো, আমি এখনও ক্রিকেট উপভোগ করছি। ক্রিকেট ও আমার ভক্তদের নিয়ে আমার আবেগ এখনও তীব্র। তারা আমাকে ক্রিকেট খেলতে দেখতে চায়। ভক্তদের জন্যই আমি ক্রিকেট খেলতে ভালোবাসি এবং তাদের জন্যই আরও দু-এক বছর খেলে যাব।’

আফ্রিদি আরও বলেন, ‘ক্রিকেট খেলতে হলে শতভাগ নিবেদন থাকা উচিত এবং ফিট থাকা উচিত। কারণ খেলাটি স্কিলের। আমি সর্বোচ্চ চেষ্টা করছি ভক্তদের হতাশ না করতে।’

এই বিভাগের আরও খবর