সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠান ৬ জানুয়ারি

সময়: 7:03 am - December 19, 2020 | | পঠিত হয়েছে: 96 বার
সিআইপি কার্ড প্রদান অনুষ্ঠান ৬ জানুয়ারি

ঢাকা: আগামী বছরের ৬ জানুয়ারি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ৩৮ প্রবাসী বাংলাদেশিকে সিআইপি (বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি) কার্ড প্রদান করবে সরকার।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই দিন বিজয়ীদের হাতে সিআইপি-২০১৮ কার্ড তুলে দেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে ৬ জানুয়ারি এ সম্মাননা হস্তান্তর করবেন।

সরকার তিনটি ক্যাটাগরিতে- বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি, বাংলাদেশে বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী অনিবাসী বাংলাদেশি ও বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক অনিবাসী বাংলাদেশিকে প্রতিবছর এ সম্মাননা দেয়।

রাশেদুজ্জামান জানান, এবার বাংলাদেশে শিল্প ক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী হিসেবে একজন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী হিসেবে ৩০ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে সাতজন অনিবাসী বাংলাদেশি এ সম্মান পাবেন।

গেজেট জারির দিন থেকে সিআইপি নির্বাচন নীতিমালা অনুসারে সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন নতুন সিআইপিরা।

এই বিভাগের আরও খবর