লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক

সময়: 7:22 am - December 8, 2020 | | পঠিত হয়েছে: 70 বার
লাইসেন্স পেল সিটিজেন ব্যাংক

ঢাকা: সিটিজেন ব্যাংক লিমিটেড নামের নতুন একটি ব্যাংককে কাজ শুরুর চূড়ান্ত অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল সোমবার রাতে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকটিকে বাংলাদেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করার অনুমতি দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পরিশোধিত মূলধন ৫০০ কোটি টাকাসহ প্রয়োজনীয় অন্যান্য শর্তপূরণের পর সিটিজেন ব্যাংককে চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। এখন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় ব্যাংক থেকে সিটিজেন ব্যাংক কর্তৃপক্ষকে দেশে ব্যাংকিং কার্যক্রম শুরু করতে চিঠি দেয়া হবে। শর্ত মেনে ব্যাংকটি কার্যক্রম শুরু করতে পারবে।’

নতুন ব্যাংকটি নিয়ে বাংলাদেশে এখন মোট ব্যাংকের সংখ্যা ৬১টিতে দাঁড়াল। এরমধ্যে সরকারি মালিকানাধীন ব্যাংকের সংখ্যা ৯টি, বেসরকারি ব্যাংক ৪২টি এবং বিদেশি ব্যাংক ৯টি।

এর আগে গত বছরের ১৭ ফেব্রুয়ারি বেঙ্গল ব্যাংক, পিপলস ব্যাংক ও সিটিজেন ব্যাংককে প্রাথমিক অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক। ইতোমধ্যে বেঙ্গল ব্যাংক তাদের কার্যক্রম শুরু করলেও সব শর্তপূরণ না করায় পিপলস ব্যাংক এখনও চূড়ান্ত অনুমোদন পায়নি।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে এ নিয়ে ১৬টি ব্যাংকের অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া বিশেষ আইনে গঠিত প্রবাসীকল্যাণ ব্যাংককে গত বছর তফসিলি ব্যাংক হিসেবে অনুমোদন দেয়া হয়।

এই বিভাগের আরও খবর