জামাল ভূঁইয়াদের আজ কাতার পরীক্ষা

সময়: 6:33 am - December 4, 2020 | | পঠিত হয়েছে: 96 বার
জামাল ভূঁইয়াদের আজ কাতার পরীক্ষা

স্পোটস ডেস্ক: আজ আসন্ন বিশ্বকাপের আয়োজক দেশ এশিয়ার ফুটবলে শক্তিশালী কাতারের বিপক্ষে মাঠে নামছে সম্প্রতি নেপালের বিপক্ষে সিরিজ জিতে উড়তে থাকা বাংলাদেশ।

করোনা মহামারির কারণে অনির্দিষ্টকালের স্থগিতাদেশ কাটিয়ে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচ খেলার অনুমতি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) দোহার দুহাইল আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের এ হাইভোল্টেজ ম্যাচ শুরু হবে।

গেল ১১ নভেম্বর এশিয়ান ফুটবলের সর্বোচ্চ এ সংস্থাটির অফিসিয়াল ওবেসাইটে এ খবর প্রকাশ করা হয়।

বাংলাদেশ ও কাতার দুই দেশ তাদের ফিরতি ম্যাচটি ৪ ডিসেম্বর খেলার সিদ্ধান্ত নিয়ে ফিফার অনুমতি চেয়েছিল। ফিফার অনুমতি পাওয়ার পর এএফসি ম্যাচটির তারিখ আনুষ্ঠানিকভাবে তাদের ওয়েবসাইটে প্রকাশ করে।

বৈশ্বিক করোনা মহামারির কারণে গেল কয়েক মাস ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের ম্যাচটি বন্ধ ছিল। তবে করোনা পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় আবারও ধীরে ধীরে সব স্বাভাবিক হতে শুরু করে। করোনামুক্ত পরিবেশে খেলা আয়োজনের চেষ্টা চলছে বিশ্বব্যাপী। গেল জুনে স্বাস্থ্যবিধি মেনে ইউরোপিয়ান ফুটবল লিগগুলো শুরু হয়েছে।

ফিফা এবং এএফসি বলেছিল, ‘প্রতিদ্বন্দ্বী দেশগুলো চাইলে পারস্পরিক সম্মতির ভিত্তিতে খেলতে পারবে। সেই কথার ওপরই বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং কাতার ফুটবল অ্যাসোসিয়েশন মৌখিকভাবে সম্মতিতে পৌঁছেছিল ম্যাচটি খেলবে। আয়োজক কাতার ৪ ডিসেম্বর ম্যাচের তারিখ ঠিক করে ফিফা ও এএফসির অনুমতি চেয়েছিল।’

বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপে বাংলাদেশের ফিরতি পর্বের ম্যাচ বাকি কাতার, ভারত, আফগানিস্তান এবং ওমানের বিপক্ষে। এর মধ্যে শুধু কাতারের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ। ভারত, আফগানিস্তান এবং ওমান আসবে ঢাকায় খেলতে।

গত বছর অক্টোবরে ঢাকার মাঠে কাতারের বিপক্ষে দুর্দান্ত খেলেছিল বাংলাদেশ। যদিও ওই ম্যাচে ২-০ গোলে হেরে গিয়েছিল জামাল ভূঁইয়ারা। তবে আজকের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, রক্ষণদূর্গ অটুট রাখতে তারা সব করবে। ম্যাচ সমতায় শেষ হলেই সেটা হবে বড় প্রাপ্তি। সেভাবেই পরিকল্পনা আঁটছে জেমি ডে’র শিষ্যরা।

চার ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার নিচে আছে বাংলাদেশ। ২০২২ বিশ্বকাপের আয়োজক কাতার ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ওমানের ৫ ম্যাচে পয়েন্ট ১২। তিন পয়েন্ট নিয়ে ভারত চারে। ৪ পয়েন্ট নিয়ে তিনে আফগানরা।

 

এই বিভাগের আরও খবর