বেশিরভাগ জায়গাতেই মাস্ক পরছেন না মানুষ

সময়: 6:23 am - November 11, 2020 | | পঠিত হয়েছে: 89 বার
বেশিরভাগ জায়গাতেই মাস্ক পরছেন না মানুষ

ঢাকা: দেশে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক হলেও বেশিরভাগ জায়গাতেই তা মানা হচ্ছে না।

খুলনায় দ্বিতীয় দিনের অভিযানেও মাস্ক না পরায় ১০ জনকে আটক ও ৩০ জনকে ১৬ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে। মাস্ক পরা বা স্বাস্থ্যবিধি মানতে সাধারণ মানুষের অজুহাত ও অনীহা শেষ নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টায় চাঁদপুর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মাস্ক না পরায় দেড়শ’র বেশি মানুষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

খুলনায় যানবাহন, হোটেল-রেস্টুরেন্ট থেকে শুরু করে সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানে মাস্ক ব্যবহারে রয়েছে মানুষের চরম অনীহা। ‘নো মাস্ক, নো সার্ভিস’ বলা হলেও সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।

মাস্ক না পরায় আটক-জরিমানার দ্বিতীয় দিনে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মঙ্গলবারও জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান চলমান থাকবে উল্লেখ করে নিম্ন আয়ের মানুষকে মাস্ক দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

এই বিভাগের আরও খবর