উতরে গেলেন সাকিব, বিপদে মাহমুদউল্লাহ

সময়: 8:08 am - November 8, 2020 | | পঠিত হয়েছে: 77 বার
৩৭৬ দিন পর হোম অব ক্রিকেটে সাকিব

ক্রীড়া ডেস্ক: গত বৃহস্পতিবার মধ্যে রাতে দেশে ফিরেই শনিবার করোনা টেস্ট দেন সাকিব আল হাসান। এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়ার উদ্দেশ্যে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদও। তবে এ পরীক্ষায় উতরে গেছেন সাকিব। কিন্তু বিপদে পড়েছেন মাহমুদউল্লাহ। তার ফল এসেছে পজিটিভ। ব্যাপারটি সংবাদমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন এ স্পিন অলরাউন্ডার।

রোববার পাকিস্তান সুপার লিগে খেলতে যাওয়ার কথা ছিল মাহমুদউল্লাহর। কিন্তু তার আগেই এ তারকা ক্রিকেটার পেলেন দুঃসংবাদ। এরফলে শঙ্কা জেগেছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার খেলা নিয়েও।

করোনা পজিটিভ হওয়ায় আপাতত আইসোলেশনে থাকতে হচ্ছে রিয়াদকে। পিএসএলে মাহমুদউল্লাহকে নিয়েছিল মুলতান সুলতান।

এদিকে শনিবার বিকেলে নিজ বাসভবনে করোনা পরীক্ষার নমুনা দেন সাকিব। তবে এ তারকা রাতেই করোনা নেগেটিভ ফল পেয়ে যান। তাই তার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা নিয়ে শঙ্কা আপাতত নেই বললেই চলে।

চলতি মাসের ২৫ অথবা ২৬ তারিখে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এজন্য ক্রিকেটারদের ফিটনেস টেস্ট দিতে হচ্ছে। সাকিবের ফিটনেস টেস্ট হবে ৯ নভেম্বর। তার আগে অবশ্য এ তারকা করোনা টেস্টে পেয়েছেন সুখবর।

এই বিভাগের আরও খবর