ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ পল্টন হতে ১০ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার করেছে

সময়: 7:12 am - November 7, 2020 | | পঠিত হয়েছে: 59 বার
ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগ পল্টন হতে ১০ কেজি গাঁজাসহ ৩ গ্রেপ্তার করেছে

ঢাকা; রাজধানীর পল্টন থানা এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেপ্তারকৃতরা হলো- মোঃ এরশাদ (২২), মোঃ আমিন হোসেন (২৬) ও মোঃ শাহিন (৩০)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

০৬ নভেম্বর, শুক্রবার বিকালে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে এক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে বিমান বন্দর জোনাল টিম।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ কায়সার রিজভী কোরায়েশী এসব তথ্য নিচ্শিত করেছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এডিসি মোঃ কায়সার রিজভী কোরায়েশী জানান, গ্রেপ্তারকৃতরা বি-বাড়িয়া থেকে গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারযোগে ঢাকায় এনে বিভিন্ন এলাকায় বিক্রি করত এই চক্রটি।

এই বিষয়ে জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ইফতেখায়রুল ইসলাম বলেন, বি-বাড়িয়ার কসবা থেকে গাঁজা নিয়ে বিক্রয়ের জন্য একটি প্রাইভেটকার রাজধানীর পল্টন এলাকার দিকে আসছে এমন সংবাদের ভিত্তিতে নয়াপল্টন সালেহা ম্যানশনের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশী শুরু করে গোয়েন্দা পুলিশের দল। গাড়ি তল্লাশী করার এ পর্যায়ে একটি কালো রংয়ের নিশান প্রাইভেটকারের গতিবিধি সন্দেহ হলে গাড়িটি থামায় পুলিশ।

তিনি বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর প্রাইভেটকারটি তল্লাশী করে সাদা বস্তায় পলিথিন দিয়ে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়েছে বেলে জানান ডিএমপির এক কর্মকতা।

এই বিভাগের আরও খবর