লা লিগায় আবারো হোঁচট খেলো বার্সেলোনা
ঢাকা: লা লিগায় আবারো হোঁচট খেলো লিওনেল মেসির বার্সেলোনা। দেপোর্তিভ আলাভেসের মাঠ থেকে ১-১ গোলের ড্র নিয়ে ফিরেছে কাতালান জায়ান্টস। তবে একই রাতে ওসাসুনার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে আতলেতিকো মাদ্রিদ। অন্যদিকে ইপিএলে ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।
চ্যাম্পিয়ন্স লিগের মতো আসরে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্তাসকে ২-০ গোলে হারানো তো কম কথা নয়। সেই ছন্দময় বার্সেলোনাই যেন লা লিগায় এসে রঙহীন ঢিলেঢালা। দেপোর্তেভ আলাভেসের মাঠে খেইহারা লিওনেল মেসি-আনসু ফাতিরা।
কাতালান ফরোয়ার্ডরা একে অন্যের সাথে পাল্লা দিয়ে যেন মিস করেছেন সুযোগগুলো। তবে ম্যাচে আধ ঘণ্টা বয়সে ওদের ব্রাজিলিয়ান গোলকিপার নেতোর বোকামিটা ছাড়িয়ে গেছে সবকিছুকে। সুযোগ কাজে লাগিয়ে স্কোরশিটে নাম লেখালেন আলাভেসের লুইস রিওজা।
প্রথমার্ধ বার্সা শেষ করে ওই এক গোলে পিছিয়ে থেকেই। অবশ্য ম্যাচের ৬৩ মিনিটে সেই গোলটা শোধ করতে পেরেছিল ওরা। গোলের মালিক আতোয়া গ্রিজমান।
ম্যাচ ড্র করায় বার্সা আর আলাভেস দুদলেরই পয়েন্টই হলো আট। লা লিগা টেবিলের ১২ নম্বরে আছে স্প্যানিশ জায়ান্টরা। তাদের ঠিক নিচে আলাভেস। সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ।
স্পেন থেকে ইংল্যান্ডে আসা যাক। ঘরের মাঠে কপাল পুড়তে চলেছিল চ্যাম্পিয়ন লিভারপুলেরও। ম্যাচের দশ মিনিটেই পাবলো ফোরনালসের গোলে লিড নেয় ওয়েস্ট হ্যাম।
অবশ্য প্রথমার্ধটা এগিয়ে থেকে শেষ কোরতে পারেনি অতিথিরা। হাফটাইমের আগেই পাওয়া পেনাল্টিটা কাজে লাগিয়ে লিভারপুলকে সমতায় ফেরান ইজিপ্সিয়ান কিং মোহামেদ সালা। ড্রয়ের দিকেই গড়াচ্ছিল ম্যাচ। তবে ৮৫ মিনিটে শাকিরির অ্যাসিস্টটা বিফলে যেতে দিলেননা অলরেডদের নয়া রিক্রুট দিয়েগো জোতা।
এই জয়ে নিজেদের মাঠে টানা ৬৩ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ড স্পর্শ করেছে ইয়র্গেন ক্লপের ছেলেরা। ৭ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল।