আমরা যা করি মানুষকে সাথে এবং পাশে নিয়ে করি: প্রধানমন্ত্রী

সময়: 6:04 am - October 25, 2020 | | পঠিত হয়েছে: 95 বার
আমরা যা করি মানুষকে সাথে এবং পাশে নিয়ে করি: প্রধানমন্ত্রী

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে। আমরা যখনই কোন দুর্নীতি পাই তা প্রতিরোধে ব্যবস্থা করছি। আজ রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির রজতজয়ন্তী অনুষ্ঠানে অনলাইনে যোগদান করে তিনি এ কথা বলেন।

এসময় প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দূর্নীতি করছে না। দূর্নীতির বীজ বপন করে গেছে জিয়া, এরশাদ ও খালেদা জিয়া। ৭৫ এর পর যারা সরকার গঠন করে, তারা ছিল স্বাধীনতার বিপক্ষের শক্তির সমর্থক। যে জাতি তার ইতিহাস, ত্যাগের কথা ভুলে যায় সেই জাতির উন্নতি হয় না বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, মানুষ যদি পাশে না থাকে তাহলে কিছুই অর্জন করা যায় না। আমরা যা করি মানুষকে সাথে এবং পাশে নিয়ে করি।

সাংবাদিকদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আমাদের শাসনামলের তুলনা করে দেখেন আমরা কতটা উন্নতি করেছি। আমরা পারলে ২১ বছর যারা ক্ষমতায় ছিল তারা কেন পারে নাই? এটা যদিও নীতির বিষয়।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জনগণ প্রথম বুঝতে পেরেছে, সরকার জনগণের সেবক। পচাত্তরের পর বাংলাদেশকে খুনির দেশ হিসেবে দেখতো বিশ্ব।

এই বিভাগের আরও খবর