রাজধানীতে সৌদি প্রবাসী শ্রমিকদের সড়ক অবরোধ
ঢাকা : টোকেনের দাবিতে রাজধানীর সাউদিয়া এয়ারলাইন্স কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে প্রবাসী শ্রমিকরা। সকালে কারওয়ানবাজারে সোনারগাঁওয়ে হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা হোটেলের গেট ভাংচুর ও সড়ক অবরোধ করে।
এতে আশপাশের সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ছুটিতে দেশে এসে করোনার কারণে আটকা পড়েন সৌদি আরব প্রবাসী শ্রমিকরা। নিয়োগদাতার মাধ্যমে আকামা ও ভিসার মেয়াদ বাড়িয়ে নিলেও, নির্ধারিত দিনের টিকিট পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন অনেকে।
এদিকে, নির্ধারিত দিনের টিকিট পেতে মতিঝিলে বিমান বাংলাদেশ এয়রালাইন্সের সামনেও ভিড় করছেন অনেকে।
ছুটিতে দেশে এসে করোনার কারণে সৌদি আরব ফিরতে পারেননি বিপুল সংখ্যক প্রবাসী। গত কয়েকদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন স্থানে ভিসার মেয়ার বৃদ্ধি ও টিকিটের দাবিতে বিক্ষোভ করে আসছেন।
বিক্ষোভ হয়েছে সচিবালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ঢাকাস্থ সৌদি দূতাবাসের সামনেও। পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ে দেয়া প্রবাসীদের ৭ দফা দাবির মধ্যে অন্যতম হচ্ছে, তাদের ছুটির মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে আরো তিন মাস বাড়াতে হবে।