রাজধানীতে মাদক বিরোধী অভিযানের ৬৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

সময়: 6:10 am - September 29, 2020 | | পঠিত হয়েছে: 64 বার

ঢাকা: রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ। উদ্ধার করা হয় মাদকদ্রব্য।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাদিয়া ফারজানা এসব তথ্য নিচ্শিত করেছেন।

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১৬৪৫২ পিস ইয়াবা, ২০ গ্রাম ১৫৫ পুরিয়া হেরোইন, ১২ কেজি ৫৯০ গ্রাম গাঁজা ও ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ছয়টা থেকে আজ (২৯ সেপ্টেম্বর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারেরসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এই কমর্কতা।

এই বিভাগের আরও খবর