মুলার, কিমিচকে পেছনে ফেলে জার্মানির বর্ষসেরা লেভানদোভস্কি

সময়: 7:16 am - August 31, 2020 | | পঠিত হয়েছে: 82 বার
মুলার, কিমিচকে পেছনে ফেলে জার্মানির বর্ষসেরা লেভানদোভস্কি

ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন রবের্ত লেভানদোভস্কি। মূলত তার নৈপুণ্যে বায়ার্ন মিউনিখ ট্রেবল শিরোপা ঘরে তুলেছে। আর তাই জার্মানির বর্ষসেরা ফুটবলারের তকমা পাওয়ার দৌড়ে বেশ এগিয়েই ছিলেন তিনি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়েছে রোববার। এজন্য এ তারকা পেছনে ফেলেছেন থমাস মুলার ও জশুয়া কিমিচকে।

কিকার ম্যাগাজিনের আয়োজনে সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত হয়েছেন লেভানদোভস্কি। বায়ার্ন মিউনিখের এ তারকা ফরোয়ার্ড পেয়েছেন ২৭৬ ভোট। এদিকে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে থমাস মুলার হয়েছেন দ্বিতীয় সেরা ফুটবলার। আর তৃতীয় হওয়া জশুয়া কিমিচ পেয়েছেন ৪৯ ভোট।

সব প্রতিযোগিতা মিলে গত মৌসুমে লেভানদোভস্কি গোল করেন ৪৭ ম্যাচে ৫৫টি। এরমধ্যে বুন্দেসলিগায় ৩৪ গোল, জার্মান কাপে ৬ গোল ও চ্যাম্পিয়নস লিগে ১৫ গোল।

এদিকে বায়ার্ন কোচ হান্স ফ্লিক জিতেছেন বর্ষসেরা কোচের পুরস্কার। সব মিলিয়ে এবার বায়ার্ন মিউনিখের জয়জয়কার।

এই বিভাগের আরও খবর