লাদাখে আবারও সংঘর্ষ ভারত-চীনের

সময়: 6:48 am - August 31, 2020 | | পঠিত হয়েছে: 57 বার
লাদাখে আবারও সংঘর্ষ ভারত-চীনের

আন্তর্জাতিক ডেস্ক: লাদাখের বিরোধপূর্ণ গালওয়ান উপত্যকায় চলতি বছরের এপ্রিল থেকেই চীন-ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত ১৫ জুন প্যাংগংয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ভারতের ২০ জন সেনা সদস্য নিহত হয়েছে।

এরপর থেকে সীমান্ত বিরোধ মিটাতে দফায় দফায় দু’দেশের মধ্যে আলোচনা চলছে। কিন্তু এখনো কার্যত সমাধান যে আসেনি। যদিও বিরোধ শুরু হওয়ার ১০০ দিন পার হয়ে গেছে। এর মধ্যেই এলো নতুন খবর।

ভারতের সেনাবাহিনী জানিয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি ২৯-৩০ আগস্ট রাতে লাদাখের পূর্বাঞ্চলে উসকানিমূলকভাবে হামলার চেষ্টা করে। এ ঘটনার জেরে ভারত-চীন সেনার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ভারতের সেনাবাহিনী আরো জানিয়েছে, সেনাবাহিনী ও কূটনৈতিকভাবে যে আলোচনা এগিয়েছে, তা মাড়িয়ে উসকানিমূলক কর্মকাণ্ড ঘটায় চীন। সে কারণে ভারতের সেনাবাহিনী পাল্টা জবাব দিতে বাধ্য হয়েছে।

তবে দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে কিনা, বা কি ধরনের সংঘর্ষ হয়েছে তা জানায়নি ভারত। এমনকি হতাহতের ঘটনা ঘটেছে কিনা তাও জানায়নি। তাই নতুন এ ঘটনা সম্পর্কে জল্পনার ডালপালা মেলছে ধীরে ধীরে। ফলে নতুন করে গুজব ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এই বিভাগের আরও খবর