চান্দিমালের ট্রিপল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে

সময়: 6:04 pm - August 27, 2020 | | পঠিত হয়েছে: 68 বার
চান্দিমালের ট্রিপল সেঞ্চুরি বাংলাদেশের বিপক্ষে সিরিজকে সামনে রেখে

খেলা; আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলংকায় তিন ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের ক্রিকেটাররা এখনো সবাই একসঙ্গে হয়নি জড়ো। দলগতভাবে শুরু করেনি অনুশীলন। ব্যক্তিগতভাবে রুটিন মেনে অনুশীলন করছে কেবল।

৫ দিনের ম্যাচ খেলার আগে প্রতিদ্বন্দ্বীতাপূর্ন ম্যাচ তো দুরের কথা, নিজেদের মধ্যে ভাগাভাগি করে দীর্ঘ পরিসরের ম্যাচ প্র্যাকটিস এখনো অনেক দূরের পথ। অথচ, বাংলাদেশ ক্রিকেট দলের সফরকে সামনে রেখে শ্রীলংকায় চলছে গত ১০ আগস্ট থেকে চলছে প্রথম শ্রেনীর ক্রিকেট প্রিমিয়ার লিগ টায়ার ওয়ান।

বুধবার শ্রীলংকার সাবেক অধিনায়ক দিনেশ চান্দিমাল রীতিমতো ব্যাটে ঝড় তুলেছেন। শ্র্রীলংকা আর্মি স্পোর্টস ক্লাবের হয়ে সারাসেন্স এর বিপক্ষে ক্যারিয়ার সেরা ৩৫৪ নট আউট স্কোর করেছেন।

কাটুনায়েকে গ্রাউন্ডে এই ইনিংসে ৩৯১ বলে ৩৩ টি চার এর পাশে ৯টি ছক্কা মেরেছেন দিনেশ চান্দিমাল। ১২১টি প্রথম শ্রেনীর ম্যাচে এটি তার ২৫তম সেঞ্চুরি। ২০০৬ সালে দক্ষিন আফ্রিকার বিপক্ষে কলোম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে মাহেলা জয়বর্ধনের ৩৭৪ রানের ইনিংস এখনো শ্রীলংকার প্রথম শ্রেনীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত। আর মাত্র ২১টি রান হলেই সেই রেকর্ড টপকে ইতিহাস রচনা করতে পারতেন চান্দিমাল। চাইলে তা পারতেন চান্দিমাল। তবে আর্মি স্পোর্টস ক্লাবের স্কোর যখন ৬৪২/৮, তখন ক্লাবটির অধিনায়ক ইনিংস ঘোষনা করেছেন।

৪ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম দিন ১৩৪ রানে ব্যাটিংয়ে ছিলেন।দ্বিতীয় দিন করেছেন টোয়েন্টি-২০ আমেজে ব্যাটিং ! অবশিষ্ট ২২০ রান করেছেন তিনি টি ব্রেকের আগে। এই আসরে ৮ম রাউন্ড শেষে চান্দিমালের সংগ্রহ ৩ সেঞ্চুরি,৪ হাফ সেঞ্চুরিতে ১০২৭ রান (গড় ৯৩.৩৬)।

শ্রীলংকার সম্ভাব্য টেস্ট স্কোয়াডের ব্যাটসম্যানদের সবাই আছেন রানে। থ্রিমানে (৭২৬),গুনাতিলাকা (৬৭৯),প্রিয়াঞ্জন (৬৭০),রোশন সিলভা (৬৬৮),কুশল পেরেরা (৬৫৬),জয়সুন্দরা (৬৩০) সবাই আছেন ফর্মে। ২৬ বছর বয়সী লাহিরু উদারা ১০৩৯ রানে টেস্ট অভিষেকের দাবি তুলেছেন।

এই বিভাগের আরও খবর