বিশ্বে নতুন শনাক্ত ২ লাখ, মারা গেছে ৪ হাজারের বেশি মানুষ
সময়: 8:28 am - August 11, 2020 | | পঠিত হয়েছে: 83 বার
ঢাকা : করোনাভাইরাসের বিশ্ব একদিনে নতুন রোগী শনাক্ত দু’লাখ সাত হাজারের বেশি; মারা গেছে আরও চার হাজার তিনশ মানুষ। ফলে, বিশ্বজুড়ে মোট প্রাণহানি সাত লাখ ৩৭ হাজার ছাড়ালো। আর মোট রোগী দুই কোটি দুই লাখ।
এদিকে, বৈশ্বিক সংক্রমণ ও প্রাণহানিতে আবারও শীর্ষে ভারত। সোমবার দেশটিতে নতুন করে সংক্রমণ হয়েছে অর্ধ লাখেরও বেশি মানুষের। প্রাণ গেছে ৮৮৭ জনের। দেশটিতে মোট রোগী শনাক্তের সংখ্যা ২২ লাখ ৬৭ হাজার। আর মোট প্রাণহানি ছাড়িয়েছে ৪৫ হাজার।
সোমবার পাঁচ শতাধিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি এক লাখ ৬৬ হাজারের বেশি। আক্রান্ত সাড়ে ৫২ লাখ। এদিকে, ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ দুই হাজারের কাছাকাছি। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে সাত শতাধিক মানুষের; আক্রান্ত ৩০ লাখ ৫৭ হাজার।